অতি গুরুত্বপূর্ণ & প্রয়োজনীয়……
FOB=Free on Board (রপ্তানীকারক দেশে পন্য জাহাজে উঠানোর আগ মূহুর্ত পর্যন্ত ভ্যালু)
C&F=Cost & Freight( পন্যের উৎপাদন খরচ + বাহন ভাড়া)
C&F= Clearing, and Forwarding
CFR= Cost and Freight (পন্যের উৎপাদন ব্যয় + জাহাজ ভাড়া)
CIF=Cost Insurance Freight (পন্য উৎপাদন ব্যয়+ইন্সুইরেন্স + জাহাজ ভাড়া)
L/C=Letter of Credit (ঋণপত্র, ব্যাংকে পন্য আমদানি /রপ্তানির জন্য বৈদেশিক ব্যাংকে অর্থ পাওয়ার বা প্রেরনের নিশ্চয়তা পত্র)
LCA=Letter of Credit Authorization(ঋণপত্র খোলার ফর্ম)
B/L=Bill of Lading( পন্য জাহাজীকরনের চালান, পন্যের লোডিং পয়েন্ট থেকে শিপিং এজেন্ট এটা ইস্যু করেন )
AWB=Air Way bills (পন্য বিমানীকরনের চালান, পন্য যে দেশ থেকে বিমানে উঠানো হয় সেখানের ঐ বিমান সংস্থার এজেন্ট ইস্যু করেন )
P.I=Proforma Invoice (রপ্তানিকারক কর্তৃক পন্য বিক্রির মুল্য নির্দেশক প্রথমে ইস্যুকৃত চালান)
PSI=Pre Shipment Inspection (পন্য জাহাজীকরন সংস্থা)
CRF=Clean Reports of Finding(PSI সংস্থা কর্তৃক পন্যের গুনগত মান, মুল্য, HS CODE, বাণিজ্যিক বর্ণনা সম্বলিত সনদ)
NNRF=Non Negotiable Reports of Finding(CRF complaint না করলে এ সনদ জারী করা হয়)
CPC=Customs Procedure Code( পন্যের ডিউটি লাইন নির্দেশক কোড)
ASYCUDA=Automated Systems for Customs Data (কম্পিউটার এ এসেসমেন্ট ও কাস্টমস সংক্রান্ত তথ্য সংরক্ষণ সফটওয়্যার)
LCL(containers)=Least Cargo Load (কয়েকজন আমদানীকারকের একি কন্টেইনারে পন্য লোড করে আমদানি )
FCL(containers)=Full Cargo Load(একজন আমদানীকারকের পন্য এক কন্টেইনারে লোড করে আমদানি )
ICD= Inland Container Depot (আভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কাস্টমস এক্ট ১৯৬৯ এর ১৩ ধারা অনুযায়ী ICD License দেয়া হয়)
UD= Utilization Declaration ( Master LC এর বিপরীতে আমদানি কাম রপ্তানি পোষাক এর উপকরণ এর বর্ণনা সম্বলিত দলিল, এটি বিজিএমইএ ইস্যু করে থাকেন)
UP = Utilization Permission (রপ্তানিকৃত পন্য উৎপাদেন উপকরণ ব্যবহার এর বন্ড কমিশনার কতৃক জারীকৃত দলিল)
VDS= VAT Deduction at Sources ( বর্তমানে ৩৮ পন্য সরবরাহ কালে উৎসে কর্তিত মূসক)
TIN = Tax Identification number ( আয়কর বিভাগ থেকে কোন ব্যক্তি বা কোম্পানির আয়কর প্রদানের ইউনিক নম্বর)
BEPZA= Bangladesh Export Processing Zone Authority
BEZA= Bangladesh Economic Zone Authority
CRAD= Customs Revenue Audit Department.
BCT= Bangladesh Customs Tariffs (1st schedule)
IGM = Import General Manifest ( এটি পরিবহনে বাহিত পন্যের দলিল যা কাস্টমস এক্ট ১৯৬৯ সেকশন ৪৩ জাহাজের ক্ষেত্রে অন্য বাহনের ক্ষেত্রে সেকশন ৪৪ অনুযায়ী আগমনের পূর্বে অন লাইনে দাখিল করার বাধ্যবাধকতা আছে)
EGM= Export General Manifest
UTIN: Unique Tax Payer Identification No
ETIN: Electronic Tax Identification No
PRC= Proceed Realization Certificate (বৈদেশিক মুদ্রা প্রত্যাবসন সনদ)
AV= Assessable Value( CIF+ Landings charge একত্র করে পন্য চালানের শুল্ককর বাহির করার মুল্য)
ETA = Estimated Time of Arrival (জাহাজ, বিমান, যানের বন্দরে পৌঁছানোর সম্ভাব্য সময়)
ETD= Estimated Time of Departure (জাহাজ, বিমান, যানের বন্দর ত্যাগের সম্ভাব্য সময়)
P.C= Port Clearance (জাহাজ বন্দর ত্যাগের ছাড়পত্র সেকশন ৫২)
LDT= Light Displacement Weight( খালি জাহাজের ওজন)
DWT = Dead Weight Tonnage (পন্যসহ জাহাজের ওজন)
LOA= Length Over All (জাহাজের দৈর্ঘ্য)