চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ব্যবসা-বাণিজ্যর খরচ কমাবে একই সঙ্গে উৎপাদন সক্ষমতা বাড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই নতুন প্রজন্মকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য প্রসারে নতুন প্রজন্মকে সময়ের সাথে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার “চতুর্থ শিল্প বিপ্লব: বাণিজ্য প্রসারের হাতিয়ার” শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন, সে সময় অনেকের কাছেই তা অসম্ভব মনে হয়েছিল। আজ ডিজিটাল বাংলাদেশ কল্পনা নয়, বাস্তব। প্রযুক্তির ছোঁয়া সবক্ষেত্রেই লেগেছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরী পোশাক। প্রযুক্তির সুবাদে উৎপাদন খরচ এবং প্রশাসনিক খরচ কমেছে বেড়েছে উৎপাদন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান যুগে ফোর আইআর ও ডিজিটাল প্রযুক্তি ক্রসবর্ডার বাণিজ্যের খরচ কমিয়ে দিয়েছে। ব্যবসা সংশ্লিষ্ট সকল কাজ সহজ হয়েছে এবং খরচ কমেছে। দেশে এখন প্রচুর আইসিটিতে দক্ষ জনবল সৃষ্টি হয়েছে। এরফলে ২০৪১ সালে বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ । এ জন্য চতুর্থ শিল্প বিপ্লবকে নেতৃত্বের ভ‚মিকায় নিয়ে আসতে হবে। প্রযুক্তি বিষয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। তবেই বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যবসা-বাণিজ্য এগিয়ে যাবে বাংলাদেশ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব (মহাপরিচালক) ডাব্লিউটিও সেল মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিষয়ের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনীর হাসান। প্যানেল আলোচনায় অংশ নেন-সলিউশন আর্কিটেক্ট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর লীডার মোহাম্মদ মাহ্দী-উজ-জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল, দি কম্পিউটার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক আতিক-ই-রাব্বানী, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান প্রমুখ।
Leave A Comment